নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ঢুকলো মার্কেটে, আহত ৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মার্কেটের ভেতরে ঢুকে উল্টে গেছে একটি কাভার্ডভ্যান। এতে গাড়ির চালক-হেলপারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় চালক মো. আলামিন

(২৩) ও হেলপার নুরনবীকে (২২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।গজারিয়া ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারী থেকে চালবোঝাই কাভার্ডভ্যানটি চট্টগ্রামের বারো আউলিয়া এলাকার অভিমুখে যাচ্ছিল। পথে গজারিয়া উপজেলার ভবেরচর

এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে কাভার্ডভ্যানটি পাশে মার্কেট ঢুকে প্রবেশমুখে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ।গাড়ির ভেতরেই আটকা পড়েন চালক ও হেলপার। এ সময় দৌড়ে বাঁচতে গিয়ে আহত হন আরও কয়েকজন।গজারিয়া ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ইসরাফিল হোসেন জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,

কাভার্ডভ্যানে আটকে পড়া দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চালক-হেলপার দুজন আপন ভাই। তাদের বাড়ি যশোর।ইসরাফিল হোসেন আরও বলেন, দূর্ঘটনাকবলিত গাড়িটি ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে। জনবহল স্থান হলেও দুর্ঘটনার সময় তেমন লোকজন না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

About md.anisur0059

Check Also

উপনির্বাচনে ৮ আসনের ৬টিতেই জয়ী ইমরান খান

পাকিস্তানে উপ নির্বাচনের ভোট এক সাথে ৮ আসনের মধ্যে ৬টিতে জয় লাভ করেন ইমরান খানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *